প্রাইমারী টেট ইন্টারভিউয়ের জন্য কমন প্রশ্ন-২

টেট ইন্টারভিউয়ের কমন প্রশ্ন

এটি একটি সামগ্রিক পরিকল্পনা যেখানে স্কুলের পরিকাঠামো বা স্থাপত্য অর্থাৎ স্কুল ঘরের দেওয়াল, প্রাচীর, মেঝে, শিশুদের খেলার জন্য তৈরি বিভিন্ন পরিকাঠামো প্রভৃতি যখন শিখন সম্পদ বা শিখন সহায়ক উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। এটি মূলত শিক্ষার উপকরণ হিসেবে ইস্কুল স্থাপত্যকে কাজে লাগিয়ে যাতে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা লাভ করতে পারে। 

>ক্লাস থেকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্মান জানানোর জন্য রাজ্য সরকার Graduation ceremony এর ব্যবস্থা করেছে ।

>প্রতিবছর ২রা জানুয়ারি বা তারপরে দিনগুলি থেকে করতে হবে এই Graduation ceremony.

>উত্তীন হওয়া প্রত্যেক ছাত্র-ছাত্রীদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে স্কুলের প্রধান শিক্ষক সম্মান জানাবেন। 

>ক্লাস টিচার চকলেট মিষ্টি দিয়ে ছাত্রছাত্রীদের স্বাগত জানাবেন তার ক্লাসে। 

>সব নাবাগত ছাত্রীরা তাদের পরিচয় জানাবেন ক্লাস টিচারকে। 

>থাকবে সেখানে সব ছাত্রছাত্রীদের ফটো, জন্ম তারিখ সহ লাগাতে হবে। 

>ক্লাস টিচারের সঙ্গে ছাত্রছাত্রীদের ফটো নিতে হবে প্রত্যেক বছর এবং সেটাও ফটো কর্নারে লাগাতে হবে।

টেট ইন্টারভিউয়ের কমন প্রশ্ন

 এটি করোনা পরিস্থিতিতে ছাত্রদের কাছে স্কুলের পরিবেশ পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার এই কর্মসূচি গ্রহণ করেছেন।

> এই কর্মসূচি শুধুমাত্র প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য।

>সাধারণত কোন খোলামেলা জায়গা যেখানে কোভিড সংক্রমণ এর সম্ভাবনা কম সেই জায়গায় এই কর্মসূচি করা হয়। যাতে শিক্ষার্থী তার প্রাথমিক শিক্ষা বা পরীক্ষার প্রস্তুতির জন্য দুরে কোথাও যেতে না হয়।

>শনিবার বাদে বাকি দিনগুলিতে এই শিক্ষালয় চলত। 

>শিক্ষালয় চলার সময় ১১.০০- ৩.৩০ পর্যন্ত।

>বেসরকারি বিনিয়োগকারীদের দ্বারা সরকারি স্কুল গুলি পরিচালিত হবে। 

>সরকার সমস্ত পরিকাঠামো প্রদান করবে যথা- জমি, বিল্ডিং।

>পড়াশোনার মাধ্যম (ইংরেজি/বাংলা) ঠিক করবেন বেসরকারি বিনিয়োগকারীরা।

>বিদ্যালয়ের মাসিক ফি এবং কোন বোর্ডের আওতায় থাকবে সেটাও ঠিক করবে বিনিয়োগকারীরা।

>শিক্ষক নিয়োগের পুরো ক্ষমতা থাকবে  বিনিয়োগকারীদের হাতে 

>প্রথম PPP Model শুরু হয়েছিল রাজস্থানে। 

এক্ষেত্রে আমি একটি ক্যাম্পেইন অর্গানাইজ করব এবং প্রতিটি শিক্ষার্থী সুপ্রিয়ভাবে অংশগ্রহণ করার পাশাপাশি তাদের প্লাকার্ড কার্ডবোর্ড প্রগতি তৈরি করতে বলবো এবং যেগুলি হবে পরিবেশ সচেতনতা অথবা পরিবেশের বিভিন্ন উপাদানের বিষয় নিয়ে। যেমন জল বাঁচাও প্রাণ বাঁচাও, গাছ লাগাও প্রাণ বাঁচাও, একটি গাছ একটি প্রাণ, এগুলিতে অংশগ্রহণের মাধ্যমে তাদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে।

প্রার্থনা সভায় সপ্তাহে অন্তত একদিন করে তাদের হাত পায়ের নখ কেটে এসেছে কিনা দেখা হবে, মিড ডে মিল খাওয়ার আগে লাইন করে তাদের হাত ধোয়া ও তার প্রয়োজনীয়তা বোঝাতে হবে। নোংরা খাবার খেলে পেটের বিভিন্ন রোগ কলেরা, আমাশয় প্রভৃতি হতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করার ব্যাপারে বলতে হবে। বোঝাতে হবে নোংরা পোশাক-পরিচ্ছদ পরিধান করার ফলে বিভিন্ন রকমের চর্মরোগ হতে পারে। 

নির্মল বিদ্যালয় এর অভ্যাস– বিদ্যালয়ে ডাস্টবিনের ব্যবহার, নিজের ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।

স্বচ্ছতার উদ্দেশ্যে শুরু হয় একটি প্রকল্প যেটি বিদ্যালয়ে পালন করা হয়।। 

>প্রকল্পটি সমগ্র শিক্ষা মিশনের নির্দেশে ১৫ দিন ধরে বিদ্যালয়ে চলে। 

>সূচনাকাল- ২০১২-১৩

উদ্দেশ্য 

>নির্মল বিদ্যালয় প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সার্বিক স্বচ্ছতার বিষয়ে সচেতন করা হয়।

> শিক্ষার্থীরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবে এবং শিক্ষক/শিক্ষিকারা তাদের সহায়তা করবেন। 

এক্ষেত্রে যে কর্মসূচি গুলি পালন করতে হয় সেগুলি হল- 

>প্রার্থনা সভায় স্বাস্থ্য বিধান গান গাওয়া 

>ওইদিনের কর্মসূচি সম্পর্কে আলোচনা করা 

>হাত ধোয়ার পাঁচটি ধাপ মেনে সাবান দিয়ে হাত দেওয়া।

তাদের কর্মসূচিঃ-

>জল সংরক্ষণ, বৃষ্টির জল ধরে রাখা, বর্জ্য ব্যবস্থাপনা ,উন্মুক্ত স্থানে শৌচ থেকে কিভাবে বিরত থাকা যায়, প্লাস্টিক জাতীয় পদার্থের ব্যবহার কমানো, ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা, এছাড়াও বিদ্যালয় ছুট,  সাধারণ মানুষ কতবার কিভাবে হাত ধরছেন তা সমীক্ষা করা।

পিছিয়ে পড়া শিশুদের রিমিডিয়াল বা সংশোধনী শিক্ষা দেওয়ার জন্য প্যারাটিচার নিয়োগ করা হয়।

To get more details, click here.

To get all interview materials, click here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copying content is prohibited