রবীন্দ্রনাথ ঠাকুর

rabindranath tagore question answer image, রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্নোত্তর

*জন্ম -৭ই মে ১৮৬১/ ২৫ শে বৈশাখ- 

 মৃত্যু -৭ ই আগস্ট ১৯৪১/ ২২ শে শ্রাবণ 

*মাতা -সারদা দেবী 

*পিতা -দেবেন্দ্রনাথ ঠাকুর

*বাঙালি কবি, উপন্যাসিক্‌সংগীত স্রষ্টা ,নাট্যকার ছোট গল্পকার 

*তাকে কবিগুর্‌ ,গুরুদেব, বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয় 

*১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য নোবেল পান. 

রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্নোত্তর

*জন্ম -জোড়াসাঁকর ঠাকুরবাড়ি 

*ছদ্মনাম ভানু সিংহ ঠাকুর 

*তার প্রথম প্রকাশিত রচনা- অভিলাষ 

*পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন 

*১৯১৫ সালে নাইট উপাধি পান এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেটি ফিরিয়ে দেন 

*১৯২৩ সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন যেটি বর্তমানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে পরিচিত. 

*জাতীয় সংগীত –জনগণমন (ভারত) ও আমার সোনার বাংলা (বাংলাদেশ) 

*শ্রীলংকার জাতীয় সংগীত শ্রীলংকা মাতা’ রবীন্দ্রনাথের দ্বারা উৎসাহিত ও অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে

*বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প- ভিখারিনী তার লেখা 

*রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা- নির্ঝরের স্বপ্নভঙ্গ’ যা ‘সন্ধ্যা’ সংগীত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে

*ছোটগল্প দেনা পাওনা 

*উপন্যাস চোখের বালি 

*কবিতা সোনার তরী 

*সংকলন- গীতাঞ্জলি, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, শেষের কবিতা, কাবুলিওয়ালা, ঘরে বাইরে, ডাকঘর

*প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট, (এছাড়াও অন্যান্য চোখের বালি, নৌকাডুবি ,গোড়া ,যোগাযোগ)

*গল্প ও ছোট – গল্প গুচ্ছ 

*প্রথম কবিতা-  কবি কাহিনী

*একটি কাব্যগ্রন্থ, যেখানে ১৫৭ টি গীতি কবিতা সংকলিত হয়েছে 

*কবিতাগুলি ব্রাহ্ম ভাবাপন্ন ভক্তিমূলক রচনা 

*১৯১০ সালের ৫ই সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে 

*তিনি প্রকৃতির সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটাতে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন 

*সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে সমন্বয় ঘটাতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেন 

*গ্রাম সমাজ ও শিক্ষার সমন্বয় ঘটাতে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন 

*ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার কঠোর সমালোচনা করেন কয়েকটি প্রবন্ধের মাধ্যমে যেগুলি – শিক্ষা সমস্যা ,শিক্ষার হেরফের ,তোতাকাহিনী, শিক্ষার বিকিরণ প্রভৃতি।

*মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে গুরুত্ব দিয়েছিলেন. 

*রবীন্দ্রনাথের মতে শিক্ষা হল— শিক্ষার্থীর সর্বাঙ্গিন বিকাশ সাধন । মানুষের ভিতরে সুপ্ত সৃজনশীল শক্তিকে জাগ্রত করা এবং প্রবল ইচ্ছা শক্তি সৃষ্টি করা।

To get more details, click here.

To get all interview materials, click here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copying content is prohibited