বাংলা ভাষা বিষয়ক যত প্রশ্ন

question on bengali language

বাংলা ভাষা বিষয়ক প্রশ্ন

* কোন ভাষাগোষ্ঠী থেকে বাংলা ভাষা এসেছে?

ইন্দোইউরোপীয়।

* ইন্দোইউরোপীয় ভাষার রূপ কতটি? দুইটি, কেন্তুম শতম

*ইন্দোইউরোপীয়ের কোন শাখা থেকে বাংলা এসেছে? —শতম

* ভাষার কোন রূপ থেকে বাংলার উৎপত্তি হয়েছে? —প্রাকৃত।

*মূল বাংলাভাষার উদ্ভব ঘটেছে কত শতাব্দীতে? – দশম।

*বর্তমান পৃথিবীতে কত প্রজাতির ভাষা আছে? – সাড়ে তিন হাজার।

* প্রাকৃতকে অনেক ভাষাতাত্ত্বিক কি বলেছেন? > গৌড়ী প্রাকৃত।

* ‘ব্রজবুলিকি

এক ধরনের কৃত্রিম ভাষ্য। (যে ভাষায় শুধু লেখা যায়

 কথা বলা যায়না এবং এটাই পৃথিবীর রূপ একমাত্র ভাষা।

কোন কোন ভাষার সমন্বয়ে ব্রজবুলি গঠিত?- বাংলা মৈথিলী ভাষা।

* আঞ্চলিক ভাষাকে কি বলে? —–উপভাষা

* জনসংখ্যার দিক থেকে বাংলা অবস্থান কত ? —-চতুর্থ।

অফিসিয়াল অর্থাৎ দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান কত? —-দশম।

 অপভ্রংশকি?

বাংলা ভাষার বিকৃত ভাবকে অপভ্রংশ বলে।

অপভ্রংশ শব্দের অংশ কতটি?- —-তিনটি (অপ+ ভ্রংশ+)

বাংলা ভাষা বিষয়ক প্রশ্ন

রবীন্দ্রনাথ ভানুসিংহের পদাবলী কোন ভাষায় লিখেছিলেন?-ব্রজবুলি।

  বাংলা ভাষার রূপ কতটি? দুইটি (লৈখিক মৌখিক।) 

সাধু ভাষা চলিত ভাষার সবচেয়ে বড় পার্থক্য কোথায়?- ক্রিয়াপদে

ব্রজবুলি ভাষার নামকরণ কেন এমন হয়েছে?

  ভাষায় শ্রীকৃষ্ণের ব্রজলীলা  বর্ণিত হয়েছে বলে।

অবহটঠ কি? – প্রাচীন অপভ্রংশের আধুনিক রূপ।

ভাষা ভাষীর সংখ্যায় দিক থেকে পৃথিবীতে প্রথম কোন ভাষা ?-  মেন্ডারিন, চীন।

বাংলা ভাষা কোন দুটি অনার্য ভাষা দ্বারা বিশেষভাবে প্রভাবিত? দ্রাবিড় কোল।

কেন ভাষার নামবাংলারাখা হলোমুসলমানদের শাসনামলে এই ভূভাগের ভাষাকে জবান বাংলা বলা হতো। তারই পরিবর্তিত রূপ বাংলা ভাষা।

* উপ+নি+অস – শব্দ থেকে উপন্যাস শব্দটি এসেছে।

* বাংলা উপন্যাস সাহিত্য ধারার প্রথম পুরুষ প্যারীচাঁদ  মিত্র।

* বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুরের “আলোলের ঘরের দুলাল “। । প্রকাশিত হয় ১৮৫৮ সালে।

* আলালী ভাষা বলতে কলকাতা অঞ্চলের কথ্য ভাষা কে বুঝায়। 

* সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী (১৮৬৫)!

* ‘কথা সাহিত্য’ বলতে- ছোটগল্প ও উপন্যাসকে বোঝায়।

* মুসলিমদের হিসেবে প্রথম উপন্যাস লিখেছে মীর মশাররফ হোসেন। উপন্যাসটির নাম ‘রত্নাবতী’।

* প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 

* কখনোই উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত।

* কপালকুণ্ডলা’– হল সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস ‘।

>(১৮৬৬) ‘কপালকুন্ডলা এবং দুর্গেশনন্দিনী’ দুটি উপন্যাসের লেখকই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাই তাকে প্রথম সার্থক ঔপন্যাসিক বলে।

for more details click here

to get all tet interview materials click here

One thought on “বাংলা ভাষা বিষয়ক যত প্রশ্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *