বাংলা ভাষা বিষয়ক যত প্রশ্ন

Tet interview image

বাংলা ভাষা বিষয়ক প্রশ্ন

* কোন ভাষাগোষ্ঠী থেকে বাংলা ভাষা এসেছে?

ইন্দোইউরোপীয়।

* ইন্দোইউরোপীয় ভাষার রূপ কতটি? দুইটি, কেন্তুম শতম

*ইন্দোইউরোপীয়ের কোন শাখা থেকে বাংলা এসেছে? —শতম

* ভাষার কোন রূপ থেকে বাংলার উৎপত্তি হয়েছে? —প্রাকৃত।

*মূল বাংলাভাষার উদ্ভব ঘটেছে কত শতাব্দীতে? – দশম।

*বর্তমান পৃথিবীতে কত প্রজাতির ভাষা আছে? – সাড়ে তিন হাজার।

* প্রাকৃতকে অনেক ভাষাতাত্ত্বিক কি বলেছেন? > গৌড়ী প্রাকৃত।

* ‘ব্রজবুলিকি

এক ধরনের কৃত্রিম ভাষ্য। (যে ভাষায় শুধু লেখা যায়

 কথা বলা যায়না এবং এটাই পৃথিবীর রূপ একমাত্র ভাষা।

কোন কোন ভাষার সমন্বয়ে ব্রজবুলি গঠিত?- বাংলা মৈথিলী ভাষা।

* আঞ্চলিক ভাষাকে কি বলে? —–উপভাষা

* জনসংখ্যার দিক থেকে বাংলা অবস্থান কত ? —-চতুর্থ।

অফিসিয়াল অর্থাৎ দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান কত? —-দশম।

 অপভ্রংশকি?

বাংলা ভাষার বিকৃত ভাবকে অপভ্রংশ বলে।

অপভ্রংশ শব্দের অংশ কতটি?- —-তিনটি (অপ+ ভ্রংশ+)

বাংলা ভাষা বিষয়ক প্রশ্ন

রবীন্দ্রনাথ ভানুসিংহের পদাবলী কোন ভাষায় লিখেছিলেন?-ব্রজবুলি।

  বাংলা ভাষার রূপ কতটি? দুইটি (লৈখিক মৌখিক।) 

সাধু ভাষা চলিত ভাষার সবচেয়ে বড় পার্থক্য কোথায়?- ক্রিয়াপদে

ব্রজবুলি ভাষার নামকরণ কেন এমন হয়েছে?

  ভাষায় শ্রীকৃষ্ণের ব্রজলীলা  বর্ণিত হয়েছে বলে।

অবহটঠ কি? – প্রাচীন অপভ্রংশের আধুনিক রূপ।

ভাষা ভাষীর সংখ্যায় দিক থেকে পৃথিবীতে প্রথম কোন ভাষা ?-  মেন্ডারিন, চীন।

বাংলা ভাষা কোন দুটি অনার্য ভাষা দ্বারা বিশেষভাবে প্রভাবিত? দ্রাবিড় কোল।

কেন ভাষার নামবাংলারাখা হলোমুসলমানদের শাসনামলে এই ভূভাগের ভাষাকে জবান বাংলা বলা হতো। তারই পরিবর্তিত রূপ বাংলা ভাষা।

* উপ+নি+অস – শব্দ থেকে উপন্যাস শব্দটি এসেছে।

* বাংলা উপন্যাস সাহিত্য ধারার প্রথম পুরুষ প্যারীচাঁদ  মিত্র।

* বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুরের “আলোলের ঘরের দুলাল “। । প্রকাশিত হয় ১৮৫৮ সালে।

* আলালী ভাষা বলতে কলকাতা অঞ্চলের কথ্য ভাষা কে বুঝায়। 

* সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী (১৮৬৫)!

* ‘কথা সাহিত্য’ বলতে- ছোটগল্প ও উপন্যাসকে বোঝায়।

* মুসলিমদের হিসেবে প্রথম উপন্যাস লিখেছে মীর মশাররফ হোসেন। উপন্যাসটির নাম ‘রত্নাবতী’।

* প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 

* কখনোই উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত।

* কপালকুণ্ডলা’– হল সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস ‘।

>(১৮৬৬) ‘কপালকুন্ডলা এবং দুর্গেশনন্দিনী’ দুটি উপন্যাসের লেখকই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাই তাকে প্রথম সার্থক ঔপন্যাসিক বলে।

for more details click here

to get all tet interview materials click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copying content is prohibited